ঢাকা ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে জাতীয় বীমা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

সিরাজগঞ্জে জাতীয় বীমা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীমা দিবস পালিত হয়েছে। ‘বীমা সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলে’ এ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার এ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাসান শাহরিয়ার এজিএম ইনচার্জ সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানি, ন্যাশনাল লাইফ ই›স্যুরেন্সের উল্লাপাড়া শাখার এরিয়া ম্যানেজার আয়ুব আলী প্রমূখ।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ খাদিজা খাতুন, জীবন বীমা কর্পোরেশন হাটিকুমরুলল শাখার ইনচার্জ আব্দুল আজিজ শহিদুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার সন্ধানী লাইফ ইন্সুইরেন্স উল্লাপাড়া শাখা, প্রভাষক মওলানা মোঃ হাফিজুর রহমান হাফিজ বিএম, ফরিদুল ইসলাম হিসাব ইনচার্জ সন্ধানী লাইফ ইন্সুইরেন্স উল্লাপাড়া শাখা, এজিএম ইনচার্জ হাসান শাহরিয়ার, আবু বক্কার সিদ্দিক বিএম, মাসুদ রানা বিএম, দুলাল হোসেন বিএম, রিনা খাতুন এফএ, অব্দুল আলিম এফএ, শামীমা নাসরিন বিএম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

সিরাজগঞ্জ,বীমা দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত